সুখবর ভ্ৰমণ প্রেমীদের জন্য

Estimated read time 1 min read

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের ভরপুর বিনোদনের জন্য গত কয়েক বছরে দিঘাকে আরো সুন্দর করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

এবার দিঘার মুকুটে জুড়ছে আরও এক নতুন পালক। পর্যটকদের মনোরঞ্জনের জন্য দিঘায় খুব তাড়াতাড়ি চালু করা হবে বিলাসবহুল প্রমোদতরি। এবার এই প্রমোদতরির পরিষেবার সাথেই যুক্ত হতে চলেছে বিলাসবহুল ডবল ডেকার বাস পরিষেবাও।

জানা যাচ্ছে পিপিপি মডেল অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে হোটেল থেকে পর্যটকদের প্রমোদতরি ছাড়বার স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই এই ডবল ডেকার বাস পরিষেবা চালু করা হবে। ইতিমধ্যেই কাজ-ও সম্পন্ন হয়ে গিয়েছে। এমভি নিবেদিতা নামের সম্পন্ন বাতানুকুল এই ক্রুজের জন্য শঙ্করপুর মৎস্য বন্দরের একবারের কাছে নায়েকালী মন্দির চত্বরে তৈরি করা হয়েছে জেটি।

You May Also Like

More From Author