যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে একের পর এক লক্ষ্যকে স্বীকৃতি করছে কেন্দ্র সরকার। কোথাও কয়েকশো কিলোমিটারের এক্সপ্রেসওয়ে তৈরির মাধ্যমে দুই শহরের দূরত্ব কমানো হচ্ছে আবার কোথাও ইন্টারলিঙ্ক রোডের মাধ্যমে যান চলাচলকে সহজ করে তোলা হচ্ছে।
এই তালিকায় যুক্ত হয়েছে বাগপত থেকে রোহনা পর্যন্ত তৈরি হওয়া স্ট্রেচ রোডটিও। এই ৪০ কিলোমিটারের রাস্তার মাধ্যমে ৬ টি রাজ্য উপকৃত হবে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি উত্তরপ্রদেশের একাধিক জেলায় আমেরিকাকে টক্কর দেওয়ার মতো রাস্তা তৈরি করেছেন।
তিনি সম্প্রতি টুইটারে NH-334B সংযোগকারী স্ট্রেচ রোডের ছবি শেয়ার করেন। এই রাস্তাটি উত্তরপ্রদেশের মিরাট, বাগপত, সোনিপাত, রোহতক, ঝাজ্জার, চরখি দাদরি হয়ে ভিওয়ানির লোহারুতে রাজস্থান সীমান্তে পৌঁছে যাবে। এদিকে, এই স্ট্রেচ রোডটি শেষ হওয়ার পরে, রাজস্থান থেকে হরিয়াণা বা হরিয়াণা থেকে রাজস্থানে আসতে গেলে আর দিল্লির যানজটের মুখোমুখি হতে হবে না।