কোথাও ভ্ৰমণ মানেই আগেই মনে পরে রেলযাত্রা না হলে বিমান যাত্রা। এরই মধ্যে সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ ভারতীয় ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। রেলের পাশাপাশি বিমান হল সবথেকে দ্রুতগামী একটি পরিবহন।
তবে খুব শীঘ্রই রাজ্যবাসীর জন্য আরও একটি নতুন বিমান পথ খুলে যেতে চলেছে। খবর আসছে উত্তরবঙ্গের আরও একটি জেলা মালদাতেশুরু হবে বিমান পরিষেবা। দ্রুত মালদা থেকে বিমান পরিষেবা শুরু হয়ে যাবে। একটি সংস্থা মালদা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বিমান ওড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।
ওই সংস্থার পক্ষ থেকে নয় সিটের ছোট্ট একটি ফ্লাইট ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য পরিবহন দপ্তর এবং অসামরিক বিমান পরিবহন দপ্তরের সাথে ওই সংস্থার চূড়ান্ত কথাবার্তার পরই এই ব্যাপারে সবকিছু নিশ্চিত হবে। জানা যাচ্ছে বিমান পরিষেবা শুরু হলে মাত্র ১ ঘন্টায় কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে মালদা।