দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকা কমানোর বিষয়ে ঘোষণা করেছে।
এই আবহেই গোয়া সরকার ঘোষণা করেছে, রাজ্যে অন্ত্যোদয় অন্ন যোজনার কার্ডধারীরা মাত্র ৪০০ টাকায় সিলিন্ডার পাবেন। হিসেব অনুযায়ী, ওই রাজ্যে ১১ হাজারেরও বেশি জনগণের কাছে অন্ত্যোদয় কার্ড রয়েছে। ওই কার্ডধারীরা উজ্জ্বলা প্রকল্পের জন্য ২০০ টাকা এবং গোয়া সরকারের কাছ থেকে প্রাপ্ত ভর্তুকি হিসেবে ২৭৫ টাকার ছাড় পাবেন।
অর্থাৎ, রেশন কার্ডধারীদের মোট ৪৭৫ টাকা ভর্তুকি দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের তরফে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর পর পানাজিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম হয়েছে ৯০৩ টাকা, দক্ষিণ গোয়ায় সিলিন্ডারের দাম রয়েছে ৯১৭ টাকায়।