সুখবর মধ্যবিত্তদের জন্য, এবার কমতে চলেছে গ্যাসের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। জানা যাচ্ছে, পাইপলাইনের মাধ্যমের কম খরচে প্রাকৃতিক গ্যাস কীভাবে রাজ্যের নানান হোটেল, রেস্তোরাঁ এবং বাড়িতে পৌঁছনো যায়, তা নিয়ে পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার।

ফলে এলপিজি, সিএনজি-র থেকেও স্বল্প মূল্যে বাংল্র মানুষ গ্যাস পাবেন! নবান্নে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা গেইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তার সঙ্গে বৈঠক করেছেন। জানা যাচ্ছে, পাইপলাইনের দ্বারা গ্যাস সরবরাহের কাজ যাতে রাজ্যে আরও তাড়াতাড়ি সম্ভব হয় সেই জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল।

সেই বোঠকে হুগলি এবং পূর্ব বর্ধমানে এই প্রকল্পের কাজ নিয়ে বেশ কয়েকটি সমস্যার কথা মুখ্যসচিবকে জানিয়েছিলেন সন্দীপ। এই সকল সমস্যা দূরীকরণে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। সেই জট শীঘ্র কেটে যাবে বলে অনুমান করা হচ্ছে।