সুখবর স্কুল পড়ুয়াদের জন্য, আগামী মাসেই একাধিক ছুটি পাচ্ছে তারা। চলতি মাস অর্থাৎ আগস্ট মাসে বাংলার স্কুল পড়ুয়ারা একগুচ্ছ ছুটি পেয়েছে। স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী সহ নানান অনুষ্ঠান উপলক্ষ্যে বেশ কয়েকদিন বিদ্যালয় বন্ধ ছিল।
সেপ্টেম্বর মাসেও এই রকম বেশ কয়েকটি ছুটি পাবেন তাঁরা। পরপর ৩ দিন স্কুল ছুটি রয়েছে। আগামী মাসে ৫টি রবিবার পড়েছে। স্বাভাবিকভাবেই ওই ৫ দিন ছুটি পাবেন রাজ্যের পড়ুয়ারা। সেই সঙ্গেই ৫ সেপ্টেম্বর রয়েছে শিক্ষক দিবস। এদিন আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে ছুটি না থাকলেও, সাধারণত কোথাওই ক্লাস হয় না।
শিক্ষক দিবসের পর ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর অবধি একটা টানা ছুটি পাবেন রাজ্যের ছাত্রছাত্রীরা। ১৫ সেপ্টেম্বর রবিবার পড়েছে। এরপর ১৬ সেপ্টেম্বর ফাতেহা-দোয়াজ-দাহাম এবং ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। অর্থাৎ আগামী মাসের তৃতীয় সপ্তাহে টানা ৩ দিন ছুটি পাবেন বাংলার স্কুল পড়ুয়ারা।