বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে নতুন বছরের নয়া ছুটি ঘোষণা করল রাজ্যে।
জানানো হয়েছে, নয়া ছুটি ‘সেকশনাল হলিডে’-র আওতায় পড়ছে। অর্থাৎ ওই দিন শুধুমাত্র নির্দিষ্ট রাজ্য সরকারি কর্মচারীরাই ছুটি পাবেন। কাজে আসতে হবে না তাদের। তবে বাকিদের অন্য দিনের মতই কাজ করতে হবে। কোন কোনও ছুটি থাকবে না তাদের।
এবার থেকে ‘প্রকাশ পুরব’ উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ‘বিভাগীয়’ ছুটি দেওয়া হবে। শিখ সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই ছুটির আওতায় আসবেন। পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারী কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত এবং পৌরসভার কর্মচারী, রাজ্য বোর্ড, কর্পোরেশন এবং উদ্যোগের কর্মচারী ইত্যাদি শিখ সম্প্রদায়ের ‘সেকশনাল’ ছুটি হবে।