সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর

খুশির খবর এলো সরকারি কর্মচারীদের জন্য৷ আরো একবার বাড়তে চলেছে তাদের মহার্ঘ ভাতা(ডিএ)৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২১ সালের জুলাই মাসেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ১৭% থেকে বাড়িয়ে ২৮% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্ধিত ডিএ এবং ডিআর ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে৷ টুইটে সুখবর জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। উৎসবের মরশুমে কেন্দ্রের এই পদক্ষেপে অত্যন্ত খুশি কর্মীরা। 

প্রসঙ্গত, কোভিড আবহে দেশের অর্থভাণ্ডারে সাময়িক টান পড়েছিল। তাই করোনা পরিস্থিতিতে ২০২০ সালের জানুয়ারী মাস থেকে ডিএ বৃদ্ধি স্থগিত রেখেছিল কেন্দ্র৷ চলতি বছর জুলাই মাসে সমস্ত বকেয়া ডিএ ও ডিআর মিটিয়ে দেওয়া হয়৷ অগাস্ট মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ  বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই বিষয়ে আলোচনা চলছিল৷ খুব শীঘ্রই ডিএ বাড়বে বলে জানা যাচ্ছিল৷ অবশেষে সেই জল্পনাই সত্যি হল৷  

জানা গিয়েছে, এই বাড়তি ডিএ দিতে কেন্দ্রকে বছরে খরচ করতে হবে অতিরিক্ত ৯৪৮৮.৭০ কোটি টাকা। আর অবসরপ্রাপ্তদের ডিয়ারনেস রিলিফ বা DR-সহ মোট কেন্দ্রের বাজেট দাঁড়াচ্ছে ৩৪,৪০০ কোটি টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীপাবলির আগে বাড়তি মহার্ঘভাতা হাতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা। এবছর ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।