কৃষকদের জন্য সুখবর

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে উপকৃত হবেন এদেশের অগুনতি কৃষক।

আসলে কিষাণ সম্মান নিধি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করে প্রধানমন্ত্রী ১৭তম কিস্তি পাশ করেছেন। এবার দেশের ৯.৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই যোজনার পরবর্তী কিস্তির টাকা ঢুকে যাবে। জানা যাচ্ছে, এর জন্য কেন্দ্রের প্রায় ২০,০০০ কোটি টাকা ব্যয় হবে। জানা জাচ্ছে, প্রধানমন্ত্রী ফাইলে স্বাক্ষর করে দেওয়ায় শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি ঢুকে যাবে।

উল্লেখ্য, এই যোজনার অধীন প্রত্যেক কৃষক বছরে ২,০০০ করে ৬,০০০ টাকা পেয়ে থাকেন। এর আগে এই বছরের ফেব্রুয়ারি মাসে কিষাণ সম্মান নিধির শেষ কিস্তি ঢুকেছিল। সেটি এই যোজনার ১৬তম কিস্তি ছিল। এবার ১৭তম কিস্তি ঢুকতে চলেছে।