খুশির খবর, বড় পুরস্কারে সম্মানিত হল দুয়ারে সরকার

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে ঘোষিত হয়েছে বহু প্রকল্পের৷ যার মধ্যে দুয়ারে সরকার হলো অন্যতম৷ এবার দিল্লিতে সম্মানিত রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প৷ কেন্দ্রের দেওয়া প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে সম্মানিত হল পশ্চিমবঙ্গ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য৷

তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যে ভাবে ডিজিটাল মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো হচ্ছে, তার একটি রিভিউ করা হয়েছিল৷ তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পও৷ অ্যাপের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া গিয়েছিল এই প্রকল্পকে৷ তার জেরেই এই পুরস্কার৷

দুয়ারে সরকার প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা প্রথম থেকেই আলোচনায় এসেছে। সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হতে হত সাধারণ মানুষকে৷ এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প নিয়ে আসে রাজ্য সরকার। নির্দিষ্ট সময় জেলায় জেলায় নির্দিষ্ট এলাকায় এই ক্যাম্প তৈরি হয়। রাজ্যে সব সরকারি অনুদানই ডিজিটাল পদ্ধতিতে সরাসরি প্রাপকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন চন্দ্রিমা৷