সুখবর, সরকারের তরফে মিললো ছাড়পত্র

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ২৬,০০০ চাকরি।

এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাবে ছাড়পত্র মিলল! গত বছরের শেষের দিকেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষক তথা স্পেশ্যাল এডুকেটরদের জন্য উদ্যোগী হয়ে ওঠে রাজ্য। এই শিক্ষকদের নিয়োগের বিধিও আগেই তৈরি করা হয়েছিল। সেই বিধিতে রাজ্যের চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটরদের জন্য ১০% আসন সংরক্ষণের কথা বলা হয়। এবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিধি প্রণয়ন প্রস্তাব ছাড়পত্র পেয়েছে।