সুখবর, চালু হলো আরও এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবারে সেই একাধিক তালিকায় যুক্ত হয়েছে মমতা সরকারের মেধাশ্রী প্রকল্প।

আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই মেধাশ্রী প্রকল্প। যাতে sঅর্থের অভাবে পড়াশোনা না থেমে যায়, মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে কোনও রকমের আর্থিক অভাব ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এই প্রকল্প গড়া হয়েছে।

এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকা বা তার কম। অবশ্যই তাকে ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে। পড়ুয়াকে পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে হবে।