চলতে থাকা বিক্ষোভের মাঝেই খুশির খবর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ৬ শতাংশ মহার্ঘ ভাতা।

এবার অন্য এক বিষয় সরকারি কর্মচারীরা ডেপুটেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ উচ্চস্তরের আমলাদের। ডেপুটেশনে দাবি করা হয়েছে, সরকারি সাহায্য প্রাপ্ত এবং অনুদান প্রাপ্ত স্কুল ও মাদ্রাসার সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সরকারি হেলথ স্কিমের আওতায় আনতে হবে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো।

নবান্নের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, হেলথ স্কিমে স্কুল শিক্ষকদের নথিভুক্ত করা হতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের ৫, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির ২ এবং তৃণমূল প্রভাবিত কর্মচারী ফেডারেশনের ২ জন উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সরকারি কর্মচারীদের একাংশের অভিযোগ, একেই তো DA দেওয়া হচ্ছে না, উল্টে স্বাস্থ্য বরাদ্দের নামে বেতন থেকে কিছু টাকা কাটা হচ্ছে।