রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
নভেম্বর মাসে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের গ্রাহকরা ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম এবং ১ কেজি চিনি পাবেন। এর জন্য তাঁদের কোনও টাকা দিতে হবে।
স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের গ্রাহকরা নভেম্বর মাসে ৩ কেজি চাল এবং ১.৯ কেজি আটা অথবা ২ কেজি গম পাবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই সামগ্রীগুলি পাবেন তাঁরা। এছাড়া কোনও গ্রাহক যদি আটা অথবা গম না নিতে চান, তাহলে তাঁরা ২ কেজি চিনিও নিতে পারেন।
এই ধরণের কার্ডের গ্রাহকরা নভেম্বর মাসে ২ কেজি চাল পাবেন। রেশন কার্ডের ধরণ ভেদে পশ্চিমবঙ্গের বাসিন্দারা নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন।