উধাও শীতের আমেজ, তাপমাত্রা বাড়তে পারে কয়েক ডিগ্রি

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ সেই দাপট কিছুটা কমল৷ আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল আকাশের মুখ। তবে বেলা বাড়তেই তা কেটে গিয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিনভর কলকাতার আকাশ মেঘমুক্তই থাকবে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

বছরের শুরুতে বেস ভালোই ছক্কা হাঁকাচ্ছিল শীত৷ আবহবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝার কারণে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দুর্বল হচ্ছে উত্তুরে হাওয়াও। শীতল হাওয়ার বদলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে ঢুকতে শুরু করেছে। জোড়া ধাক্কাতেই আগামী কয়েক দিনে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস। সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীতের আমেজ উধাও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷