ভারতের শীর্ষস্থানীয় কোম্পানি-গোষ্ঠী গোদরেজ গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে (জিএমসিএইচ) অত্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম প্রদান করল।
গোদরেজ জিএমসিএইচ-এর অপারেটিং রুমগুলিতে ৫২,৯৩,৯২৬ টাকা ব্যয়ে চারটি অত্যাধুনিক অ্যানেস্থেসিয়া মেশিন এবং বারোটি অত্যাধুনিক ওটি টেবিল দান করেছে। গোদরেজের এই সহায়তার লক্ষ্য সমাজের স্বাস্থ্যসেবা সংক্রান্ত চাহিদা মেটাতে হাসপাতালের ক্ষমতা বৃদ্ধি করা ও এই অঞ্চলে রোগীদের পরিচর্যার মান আরও উন্নত করে তোলা।
একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সরঞ্জামগুলি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা এবং চিকিৎসক সম্প্রদায়ের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। এই চিকিৎসা-সরঞ্জাম প্রদান অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবার সহজলভ্যতার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছে এবং সমাজের সকল মানুষকে স্বাস্থ্য-পরিষেবা প্রদানের লক্ষ্যে গোদরেজ এবং জিএমসিএইচ উভয়ের প্রতিশ্রুতিকে দৃঢ়তর করেছে।