গোদরেজ এগ্রোভেট নতুন হেল্পলাইন পরিষেবা চালু করেছে “হ্যালো গোদরেজ”

Estimated read time 1 min read

ভারতের বৃহত্তম বহুমুখী খাদ্য ও কৃষিপণ্যের কনগ্লোমারেট গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, সম্প্রতি লঞ্চ করল ‘হ্যালো গোদরেজ’। এটি একটি বহুভাষিক কৃষি পরামর্শ হেল্পলাইন, যা ফোন কলের মাধ্যমে ফসলের সুরক্ষার জন্যে রিয়েল-টাইমে বিশেষজ্ঞের সমাধান জোগাবে। কৃষকরা দেশজুড়ে আটটি আঞ্চলিক ভাষায় এই পরিষেবার নাগাল পাবেন – হিন্দি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, বাংলা, পাঞ্জাবি ও ইংরিজি। কোম্পানি চেষ্টা করছে কৃষকদের যখন দরকার তখনই জমিতে গিয়ে অথবা কলের মাধ্যমে তাঁদের পাশে থেকে এবং সহায়তা করে কৃষি উৎপাদন বাড়াতে। এই উদ্যোগ তারই অঙ্গ।

এই উদ্যোগ সম্পর্কে বলরাম সিং যাদব, ম্যানেজিং ডিরেক্টর, গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, বললেন “আমরা গোদরেজ অ্যাগ্রোভেটে যা যা করি সবকিছুর কেন্দ্রে আছে কৃষক পরিবারগুলোর উন্নতি ঘটানো। আরও বেশি ফসল উৎপাদনের জন্যে সঠিক সমাধানের সহজলভ্যতা এবং ব্যবহার অপরিহার্য। তাই “হেলো গোদরেজ” আমাদের কৃষক আর কৃষি বিশেষজ্ঞদের মধ্যে যে ব্যবধান রয়েছে তা দূর করতে সাহায্য করবে রিয়েল-টাইম পার্সোনালাইজড সমাধান জোগানোর মাধ্যমে।”

পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতি এবং কীট পতঙ্গের আক্রমণ বৃদ্ধি কৃষকদের ভাবনা বাড়িয়ে দিয়েছে। এরকম ক্রমাগত বদলাতে থাকা চাষের পরিস্থিতিতে সাম্প্রতিকতম ফসল সুরক্ষা সমাধানগুলি এবং পার্সোনালাইজড পরামর্শ কৃষকদের পছন্দের ভাষায় তাঁদের নাগালে নিয়ে আসাই এই মুহূর্তে প্রয়োজন। “হেলো গোদরেজ”-এর মাধ্যমে সারা ভারতের কৃষকরা এবার আমাদের কৃষি বিশেষজ্ঞদের দলের সঙ্গে সরাসরি যোগাযোগে রিয়েল টাইম পরামর্শ পাবেন।

রাজাভেলু এন কে, সিইও অফ দ্য ক্রপ প্রোটেকশন বিজনেস অ্যাট গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, বললেন “হেলো গোদরেজ” হল সুস্থায়ী ও লাভজনক কৃষির দিকে ভারতীয় কৃষকদের যাত্রায় তাঁদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠার যে দীর্ঘমেয়াদি লক্ষ্য কোম্পানির রয়েছে তার প্রতীক। গোদরেজ অ্যাগ্রোভেটের বিপুল অভিজ্ঞতা এবং পরিচিতিকে ব্যবহার করে এই উদ্যোগের লক্ষ্য কৃষকদের সঙ্গে জোরালো, বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা, যাতে এই উদ্যোগই চাষবাস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের একমাত্র উৎস হয়ে উঠত আরে। এর ফলে কৃষি ক্ষেত্রে কোম্পানির নেতৃত্ব আরও মজবুত হবে।”

এই উদ্যোগের মাধ্যমে কোম্পানির উদ্দেশ্য সারা দেশের কৃষকের কাছে পৌঁছে যাওয়া, তাঁদের অনন্য প্রয়োজনগুলি এবং চ্যালেঞ্জগুলি বোঝা। এই উদ্যোগের পিছনে রয়েছে কৃষক পরিবারগুলির উন্নতির জন্যে ভাল গুণমান এবং নির্ভরযোগ্য পণ্য জোগানোর গোদরেজ অ্যাগ্রোভেটের দীর্ঘকালীন দায়বদ্ধতা।

হেল্পলাইন নম্বর: 022 2519 4491

You May Also Like

More From Author