রবিবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হারল পাকিস্তান। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ১৭০ রানা ৫৮ রানে ৫ উইকেট হারিয়েও ভানুকা রাজাপক্ষের অপরাজিত ৭১ রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দিলসান মদুশঙ্করের বল কিছু বাড়তি সুবিধা এনে দেয় বাবর আজমদের। ১১ বলের প্রথম ওভারের পর পাকিস্তানের লক্ষ্য কমে যায় ১৭১ থেকে ১৬২তে। কিন্তু এরপর শ্রীলঙ্কার আক্রমণের সামনে একের পর এক নাস্তানাবুদ হতে হয়ে পাক ব্যাটসম্যানদের। মহম্মদ রিজওয়ান (৫৫) কিছুটা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারল না বাবর আজমের দল।