মোদীর জন্মদিন ওজাস ডে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনে স্মরণ করার জন্য দিনটিকে পঞ্চম ধাম দ্বারা “গ্লোবাল ভিশন অব প্রাইম মিনিস্টার”, প্রধানমন্ত্রীর গ্লোবাল ইন্ডিয়ার ভিশন নামে ওজাস ডে হিসাবে উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে জনসমক্ষে তুলে ধরার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।

উল্লেখ্য, গত সাত বছরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দরবারে বলিষ্ঠ পদক্ষেপে এবং কৃতিত্বের সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তা সে জলবায়ু পরিবর্তনের  উদ্যোগ,  ডিজিটালাইজেশন বা নারীর ক্ষমতায়ন  হোকনা কেন। রাজ্য মন্ত্রী, বিদেশ মন্ত্রী,সংস্কৃতি মন্ত্রী সহ সিনিয়র আরএসএস প্রচারক ইন্দ্রেশ কুমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বলার সময়, ওজাস দিবসের আয়োজক ও পঞ্চম ধাম কম্বোডিয়ার সাধারণ সম্পাদক শৈলেশ ভাতস বলেন, আজকের অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল ব্যক্তিত্ব দ্বারা অনুপ্রাণিত। গোটা জাতি জানে যে প্রথমবারের মতো আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যার কারণে বিষয়গুলো শুধু দেশে নয়, বিদেশেও এগিয়ে যাচ্ছে। এই কারণেই আমরা আমাদের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কর্মসূচিকে ওজাস দিবস  নামকরণ করেছি।