পূর্ণবয়স্ক ‘আনকন্ট্রোলড টাইপ-২ ডায়াবিটিস’ রোগীদের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি অভিনব ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ড্রাগ লঞ্চ করল। এটির ব্র্যান্ড নাম ‘জিটাপ্লাসপায়ো’। এটি হল বহু ব্যবহৃত ডিপিপি৪ ইনহিবিটর (ডাইপেপটিডাইল পেপটিডেজ ৪ ইনহিবিটর), টেনিলিগ্লিপ্টিন ও পায়োগ্লিটাজোন-এর ফিক্সড-ডোজ কম্বিনেশন ড্রাগ, যা দিনে মাত্র একবার সেবন করতে হবে। ভারতে এইরকম কম্বিনেশন ড্রাগ এই প্রথম আনা হল। ‘জিটাপ্লাসপায়ো’-তে রয়েছে টেনিলিগ্লিপ্টিন (২০মিগ্রা) + পায়োগ্লিটাজোন (১৫মিগ্রা)।
গ্লেনমার্কই হল ভারতের প্রথম কোম্পানি যারা বাজারে এনেছে টেনিলিগ্লিপ্টিন+ পায়োগ্লিটাজোন-এর মতো উদ্ভাবনী এফডিসি, যা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) কর্তৃক অনুমোদিত হয়েছে। যেসব রোগীকে পৃথকভাবে টেনিলিগ্লিপ্টিন ও পায়োগ্লিটাজোন দ্বারা চিকিৎসার প্রয়োজন হয়, তাদের জন্য এই ফিক্সড-ডোজ কম্বিনেশন ড্রাগ খুবই কার্যকর।
উল্লেখ্য, ২০১৫ সালে গ্লেনমার্ক ভারতে লঞ্চ করেছিল ডিপিপি৪ ইনহিবিটর – টেনিলিগ্লিপটিন। তারপর আনা হয়েছিল একটি এফডিসি – টেনিলিগ্লিপ্টিন+মেটফর্মিন। সেই ধারা বজায় রেখে ২০২১ সালে লঞ্চ হয়েছে আরও একটি এফডিসি – টেনিলিগ্লিপ্টিন+রেমোগ্লিফ্লোজিন।