টাইপ ২ ডায়াবিটিস চিকিৎসায় গ্লেনমার্কের ‘জিটা ডি’

কোমর্বিডিটি-যুক্ত পূর্ণবয়স্ক টাইপ ২ ডায়াবিটিস রোগীদের জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড লঞ্চ করল টেনেলিগ্লিপ্টিন (২০মিগ্রা) + ডাপাগ্লিফ্লোজিন (৫মিগ্রা/ ১০মিগ্রা) ফিক্সড ডোজ কম্বিনেশন (এফডিসি) ড্রাগ। ‘জিটা ডি’ ব্র্যান্ড নামে এই ঔষধটি বাজারে আনা হচ্ছে। এতে রয়েছে টেনেলিগ্লিপ্টিন (২০মিগ্রা) + ডাপাগ্লিফ্লোজিন (৫মিগ্রা/ ১০মিগ্রা)। কোমর্বিডিটি-যুক্ত টাইপ ২ ডায়াবিটিস রোগীদের প্রেসক্রিপশন অনুসারে এটি দিনে একবার খেতে হবে।

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের ইভিপি ও বিজনেস হেড (ইন্ডিয়া ফর্মুলেশনস) অলোক মালিক এপ্রসঙ্গে জানান, ভারতে ডায়াবিটিসের ক্ষেত্রে অগ্রণী গ্লেনমার্ক ‘জিটা ডি’ আনতে পেরে গর্বিত। এটি এক গভীর গবেষণালব্ধ ও ফিক্সড ডোজ কম্বিনেশন, যা কোমর্বিডিটি-যুক্ত পূর্ণবয়স্ক আনকন্ট্রোল্ড টাইপ ২ ডায়াবিটিস রোগীদের গ্লিসামিক কন্ট্রোলে লক্ষ্যণীয় ইতিবাচক পরিবর্তন আনবে।

উল্লেখ্য, ‘জিটা ডি’ এফডিসি কোমর্বিডিটি-বিহীন পূর্ণবয়স্ক টাইপ ২ ডায়াবিটিস রোগীদের ক্ষেত্রেও কার্যকর। গ্লেনমার্কের জিটা ডি এফডিসি’র দাম ট্যাবলেট প্রতি ১৪ টাকা (টেনেলিগ্লিপ্টিন ২০মিগ্রা + ডাপাগ্লিফ্লোজিন ৫মিগ্রা) ও ১৫ টাকা (টেনেলিগ্লিপ্টিন ২০মিগ্রা + ডাপাগ্লিফ্লোজিন ১০মিগ্রা)।