গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক অভিনব ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ড্রাগ নিয়ে এলো – ‘ইন্দামেট’ (Indamet)। এটি হল ইন্দাকাটেরল ও মোমেটাসোনের কম্বিনেশন।
এই ঔষধ ‘আনকন্ট্রোলড অ্যাজমা’ রোগীদের চিকিৎসায় কার্যকর ভূমিকা নেবে। দিনে মাত্র একবার সেবনযোগ্য তিনটি স্ট্রেংথের ইন্দামেট পাওয়া যাবে, যাতে থাকবে ইন্দাকাটেরল ১৫০এমসিজি ফিক্সড ডোজ এবং মোমেটাসোনের বিভিন্ন ডোজ, যেমন ৮০এমসিজি, ১৬০এমসিজি ও ৩২০এমসিজি।
গ্লেনমার্ক ভারতের প্রথম কোম্পানি যারা ইন্দাকাটেরল ও মোমেটাসোন ফিউরোয়েটের ফিক্সড-ডোজ কম্বিনেশন নিয়ে এলো। এটি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) দ্বারা অনুমোদিত ঔষধ।