গ্লেনমার্কের চ্যাটবট – ‘হ্যালো স্কিন’

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ডার্মাটোলজিস্টস, ভেনারিওলজিস্টস অ্যান্ড লেপ্রোলজিস্টস-এর সহযোগিতায় গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ‘হ্যালো স্কিন’ নামে একটি ডিজিটাল পেশেন্ট এডুকেশন টুল তৈরি করেছে।

এর ফলে ডার্মাটোফাইটোসিস (রিং ওয়ার্ম) রোগীরা উপকৃত হবেন। ‘হ্যালো স্কিন’ হল প্রথম হোয়াটসঅ্যাপ-ভিত্তিক চ্যাটবট, যা রোগীদের শুধু দৈনিক চিকিৎসা চালিয়ে যেতে ও ঔষধ সেবনের কথা স্মরণ করিয়ে দেয় না, রিং ওয়ার্মে ভুগতে থাকা রোগীদের স্কিনকেয়ার বিষয়েও যথাযথ পরামর্শ দেয়।

 গ্লেনমার্কের ‘হ্যালো স্কিন’ প্লাটফর্ম হিন্দি ও ইংরেজি-সহ ৬টি আঞ্চলিক ভাষায় উপলব্ধ।