গ্লেনমার্ক ফাউন্ডেশন, সি-এনইএস, এবং দারাং জেলা প্রশাসনের আসামে বোট ক্লিনিক প্রোগ্রাম চালু

Estimated read time 1 min read

গ্লেনমার্ক ফাউন্ডেশন, সি-এনইএস, এবং দারাং জেলা প্রশাসন আসামের প্রত্যন্ত নদীতীরবর্তী সম্প্রদায়ের মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতির জন্য বোট ক্লিনিক প্রোগ্রাম চালু করেছে। এই উদ্যোগের লক্ষ্য বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করা, সময়মতো টিকা দেওয়া, প্রসবের পরে যত্ন এবং স্বাস্থ্য শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবা দেওয়া। বোট ক্লিনিকে থাকবে কমিউনিটি হেলথ ওয়ার্কার এবং সংগঠকদের নিয়ে তৈরি মেডিক্যাল টিম। বন্যাকবলিত অঞ্চলে নারী ও শিশুদের উপর নজর রাখাই এই প্রোগ্রামের লক্ষ্য।

এই প্রোগ্রামটি প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার অ্যাক্সেস পেতে সাহায্য করে যা গ্লেনমার্কের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।গ্লেনমার্ক ফাউন্ডেশনের মিশন হল শিশু জীবনের একটি স্বাস্থ্যকর শুরু নিশ্চিত করা।এই ধরনের অংশীদারিত্ব স্থিতিশীল স্বাস্থ্য সমাধান এবং বৈষম্য কমানোর ক্ষেত্রে সহযোগিতার করে। বোট ক্লিনিক প্রোগ্রাম গ্লেনমার্ক ফাউন্ডেশন, সি-এনইএস, এবং দারাং জেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার একটি প্রমাণ।

মানসম্পন্ন স্বাস্থ্যসেবার মাধ্যমে, এই উদ্যোগ আসামের হাজার হাজার মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। বোট ক্লিনিক প্রোগ্রাম একটি উজ্জ্বল উদাহরণ যে কীভাবে উদ্ভাবন এবং সহযোগিতা ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জের সমাধান এনে দিতে পারে। সি-এনইএস ২০০৮ সাল থেকে আসামের ১৪টি জেলায় বোট ক্লিনিক পরিষেবা প্রদান করছে। দারাং এই কর্মসূচি থেকে উপকৃত হওয়া ১৫তম জেলা হয়ে উঠেছে।

You May Also Like

More From Author