ভোটের আগে ফের উত্তপ্ত সীমান্ত গ্রাম গীতালদহ

বুধবার গভীর রাতে দিনহাটা এক নং ব্লকের গীতালদাহ ১ নং গ্রাম পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে নির্দল প্রার্থীর বাড়িঘর ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই গ্রামের নির্দল প্রার্থী আব্দুল জলিলের বাড়ির লোক অভিযোগ করে জানায় গতকাল গভীর রাতে গীতালদহ ১নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি মাফুজার রহমানের নেতৃত্বে একদল দুষ্কৃতী পুলিশ সেজে তাদের বাড়িতে মিথ্যে অভিযান চালায়। এবং পরবর্তীতে তাদের ঘরে ভাঙচুর চালায় জিনিসপত্র লুটপাট চালায় এবং ঈদের সামগ্রিক কেনার জন্য যে ৫০ হাজার টাকা ঘরে মজুত ছিল সেই টাকাও তারা লুট করে নিয়ে আসে। নির্দল প্রার্থীর পরিবারের অভিযোগ যেহেতু পঞ্চায়েত নির্বাচনে তারা নির্দল হয়ে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছে তাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের উপর এমন অত্যাচার চালানো হচ্ছে। যদিও এ বিষয়ে গীতালদাহ এক অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মাফুজার রহমান প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন এইসব ভিত্তিহীন অভিযোগ। এলাকায় তাদের কোন গ্রহণযোগ্যতা নাই সেজন্যই তারা এসব অভিযোগ করে বেড়াচ্ছে। এমনকি মাফুজার আরও বলেন গতকাল রাতে কি হয়েছিল আর কে এসব কান্ড করেছে সেটা প্রশাসনকে জিজ্ঞেস করলেই প্রশাসন ভালো বলতে পারবে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে প্রত্যেকদিন একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটার সীমান্তবর্তী গিতালদহ এলাকা। আর প্রত্যেকদিন এমন ঘটনা ঘটায় ভীত সন্তস্ত্র গীতালদহ এলাকার সাধারণ মানুষ