রাত পোহালেই আগামিকাল অস্ট্রেলিয়া বিরুদ্ধে এক দিনের বিশ্বকাপ খেলতে নামবেন ভারত। তাঁর আগে বোর্ড কর্তা জানান শুভমন খেলার অবস্থাতে নেই। তাঁকে সম্ভবত প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবেনা।
শুক্রবার সকালে জানা গিয়েছিল যে, “ভারতের ওপেনার শুভমন গিল ডেঙ্গিতে আক্রান্ত।“ তাঁর বদলে ক্রিকেট অনুশীলনে ইশান কিশানকে শুরু থেকে ব্যাট করতে দেখা যায়। শোনা যাচ্ছে যে, ভারতীয় দলে গিলের জায়গায় অধিনায়ক রোহিতের সাথে ঈশান কিশনকে দিয়ে ওপেন করানো যেতে পারে।
তবে শুক্রবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে এসে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে শুভমনকে এখনও দল থেকে বাতিল করে দেওয়া হয়নি আমরা তাঁর ওপর শেষ পর্যন্ত আস্থা রাখছি , কিন্তু বোর্ড কর্তা জানান “গিল পুরোপুরি ভাবে অসুস্থ।“ সে প্রথম দুটি ম্যাচ খেলার অবস্থাতে নেই।