মিলল স্বস্তি, কমে যাবে বিদ্যুতের বিল

Estimated read time 1 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। হাজার হাজার টাকা বিদ্যুতের বিল জমা দেওয়ার দিন শেষ। অতিরিক্ত বিদ্যুতের বিলের সমস্যার সুরাহা করতে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ব্যবহার করুন। যেমন LED বাল্ব।

এই বাল্বগুলি সাধারণ বাল্বের তুলনায় অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করে অর্থাৎ খরচও অনেকটাই বাঁচবে। AC. মেশিন ব্যবহারের সময় তার তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখুন। এতে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া দরিদ্র মানুষের কথা মাথায় রেখে এক কিছু বছর আগে এক প্রকল্প চালু করেছে মমতা সরকার। যার নাম ‘হাসির আলো প্রকল্প’।

এই প্রকল্পের সুবিধাভোগীদের বিদ‍্যুতের বিলের উপরে বিশেষ ছাড় দেওয়া হয়। সরকারের এই প্রকল্পের মাধ্যমে এই ৭৫ ইউনিট পর্যন্ত বিদ‍্যুতের বিলে ছাড় পেতে চলেছে প্রতিটি পরিবার। তবে রাজ্যের বিপিএল রেশন কার্ডধারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

You May Also Like

More From Author