‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’

মাহিন্দ্রা গ্রুপের মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাস ডিভিশন (এমটিবি) গ্রাহকদের জন্য এক অভিনব অফার নিয়ে এলো – ‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’ গ্যারান্টি। এই গ্যারান্টি প্রযোজ্য হবে মাহিন্দ্রার সকল বিএস৬ রেঞ্জের ট্রাকের ওপর – ব্লাজো এক্স হেভি, ফিউরিও ইন্টারমিডিয়েট, এবং লাইট কমার্সিয়াল ট্রাক ফিউরিও৭ ও যাও। মাহিন্দ্রার এই গ্যারান্টির প্রতিশ্রুতির মুখ হবেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ।

জ্বালানি ব্যয় ট্রান্সপোর্টারদের অপারেটিং কস্টের মধ্যে সর্বাধিক (৬০ শতাংশের বেশি)। মাহিন্দ্রা বিএস৬ ট্রাকের রেঞ্জ সেক্ষেত্রে বিশেষ সুবিধা দেয়। এমটিবি মনে করে তাদের নতুন গ্যারান্টির প্রস্তাব গ্রাহকদের খুশি করবে এবং দেশের কমার্সিয়াল ভেহিকেল (সিভি) সেগমেন্টে বিশেষ অবদান রাখবে।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (অটোমোটিভ সেক্টর) বিজয় নাকরা জানান, তাদের সকল ট্রাকের রেঞ্জের ওপরে প্রদত্ত ‘গেট হায়েস্ট মাইলেজ অর গিভ ট্রাক ব্যাক’ গ্যারান্টি লাইট, ইন্টারমিডিয়েট ও হেভি কমার্সিয়াল ভেহিকেল ইন্ডাস্ট্রিতে এক বিশেষ ভূমিকা নেবে। তাঁর ধারণা, এই গ্যারান্টি ভারতের সিভি ইন্ডাস্ট্রিতে মাহিন্দ্রার অবস্থান আরও মজবুত করবে এবং মাহিন্দ্রার আধুনিক প্রযুক্তিনির্ভর প্রোডাক্টের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।