নতুন ভাবে শুরু গেরুয়া শিবিরের

বিগত আটদিনের যুদ্ধ পরিস্থিতিতে কিছু কিছু করে ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনা হচ্ছে দেশে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর ভারতের উদ্বেগ বীভৎস বেড়ে গিয়েছিল কারণ ইউক্রেনে প্রচুর ভারতীয় পড়ুয়া আটকা পড়েছিল। দেশের একাধিক রাজ্যের পড়ুয়া সেখানে আটক ছিল, পশ্চিমবঙ্গের বহু পড়ুয়াও এই তালিকায় রয়েছে। ইতিমধ্যে সেই পড়ুয়াদের একাংশ দেশে ফিরেছে। বাংলার পড়ুয়ারাও ঘরে ফিরেছে নিজেদের সেই আতঙ্কের সময় কাটিয়ে। এবার তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। ঠিক করা হয়েছে, ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের বাড়ি বাড়ি যাবে তারা।

এই বিষয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে দলের নেতারা এই কর্মসূচি শুরু করবে এবং যারা যারা বাংলায় ফিরেছে ইউক্রেন থেকে তাদের সকলের বাড়ি যাওয়া হবে। কেন্দ্রের থেকে তালিকা জোগাড় করে এই কাজ করা হবে বলে জানান হয়েছে। এছাড়াও যে সমস্ত বাংলার পড়ুয়া এখনও ইউক্রেনে বা তার প্রতিবেশী দেশগুলিতে আটকে রয়েছে তাদের বাড়িতে গিয়েও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিজেপি। এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন দলের অন্যতম সহ সভাপতি মধুছন্দা কর। নেতৃত্বের বক্তব্য, যারা ভয়াবহ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ফিরে এসেছেন তাদের মানসিক অবস্থা এখন ভাল থাকবে না স্বাভাবিক ভাবেই। তাই তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বাড়ানোর লক্ষ্য রয়েছে বিজেপির। একই সঙ্গে না ফেরা পড়ুয়াদের পরিবারের মানসিক অবস্থার উন্নতির স্বার্থে তারা তাদের সঙ্গে দেখা করবেন বলেই জানিয়েছেন।

কতজন পড়ুয়া রয়েছে বাংলার? সেই তালিকা ইতিমধ্যেই বঙ্গ বিজেপি দিল্লির কাছ থেকে পেয়েছে বলে খবর। তথ্য বলছে, ৩৬৪ জনের নাম রয়েছে সেই তালিকায়। প্রসঙ্গত, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকার ‘অপারেশন গঙ্গা’ নামে উদ্যোগ নিয়েছে। এই মুহূর্ত পর্যন্ত অনেক ভারতীয় দেশে ফিরে আসতে পেরেছেন কিন্তু বহু সংখ্যক এখনও ইউক্রেন বা পোল্যান্ড, হাঙ্গেরি সীমান্তে আটকে। তাদের ফেরাতে বায়ুসেনা ময়দানে নেমেছে, আরও বেশি সংখ্যক বিমান পাঠানো হচ্ছে।