একাধিক অভিযোগের মাঝেই সবাইকে নিয়োগ দেওয়া হবে, স্পষ্টভাবেই আশ্বাস দিলেন গৌতম পাল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে মঙ্গলবার আবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।

গৌতম জানান, এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, দু’বার নিয়োগ হবে বছরে। টেট ও নিয়োগ সংক্রান্ত কাজে কোনও তদন্ত হলে তিনি সহযোগিতা করবেন। তবে তিনি এও বলেন, টেট পাশ করা মানে চাকরি নয়। ২০১৪ সালে এবং ২০১৭ সালে পাশ করেছি বলে, চাকরি দিতে হবে, এটা নিয়ম নয়। টেট হল যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

এই প্রেক্ষিতেই তাঁর বক্তব্য, যারা ২০১৪ এবং ২০১৭ সালে টেট পাশ করেছেন, তারা আবেদন করুন, তাদের এই বছরের মধ্যে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে একবার ইন্টারভিউ দিয়েছি বলে, আর দেব না, এটা যেন না হয়।

এছাড়াও চাকরিপ্রার্থীদের কাছে গৌতমের আবেদন, সবাই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যোগদান করুন। জানুয়ারি মাসে আরও পোস্ট আসবে। যারা টেট পাশ করেছেন তারা আবেদন করুন। যারা দুর্নীতির শিকার হয়েছে, তারা আর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন না, এমনটা যেন না হয়, অনুরোধ তাঁর। সবাইকে নিয়োগ দেওয়া হবে, স্পষ্টভাবেই বলেছেন তিনি।