বিদুৎ পিষ্ট হয়ে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন গৌতম দেব

Estimated read time 1 min read

জলপাইগুড়ি : বিদুৎ পিষ্ট হয়ে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু সহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হল। শুক্রবার সন্ধ্যেবেলায় মাঠ থেকে বাড়ি ফিরছিলেন পরেশ দাস (৬২), স্ত্রী দীপালী দাস(৬০), ছেলে মিঠুন দাস (৩৩) এবং  আড়াই বছরের নাতি সুমন দাস।

বাড়িতে ঢোকার মুখে অন্ধকারে বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে পুরো রাস্তাই শর্টসার্কিট হয়েছিল।প্রথমে ছেলে ও নাতি বিদ্যুতের শকে মারা যায়।তাদের বাঁচাতে গিয়ে পরেশ দাস ও তার স্ত্রী মারা যান।

জলপাইগুড়ির গজলডোবার ভোরের আলো থানার অধীন টাকিমারি বাজার এলাকায় মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে।মৃতদেহ শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আজ শনিবার মৃতদেহ গুলো ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

You May Also Like

More From Author