পাঁচশো টাকা মিলবে গ্যাস

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। অক্টোবর মাসের পয়লা তারিখ থেকে যেমন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। ৪৮ টাকা বৃদ্ধি পেয়ে এখন দাম হয়েছে ১৮৫০.৫ টাকা। এই আবহে এবার বড় ঘোষণা করা হল! মাত্র ৫০০ টাকায় গ্যাস দেওয়ার কথা বলা হল।

সম্প্রতি হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, হরিয়ানায় কংগ্রেস এবং জম্মু ও কাশ্মীরে ন্যাশানাল কনফারেন্স-কংগ্রেস জোটের পাল্লা ভারী। এই আবহে ঝাড়খণ্ডে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি।

সেই নির্বাচনী ইস্তেহারে মাত্র ৫০০ টাকায় এলপিজি গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পদ্ম শিবির। ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে ৫০০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার পাশাপাশি বছরে বিনামূল্যে দু’টি সিলিন্ডার দেওয়ার কথাও বলেছে বিজেপি। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় জোর শোরগোল পড়ে গিয়েছে।