পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার কলকাতা মেট্রো আরও আধুনিক। চলতি বছরের শেষেই গঙ্গার তলার মেট্রো স্টেশনকে মুড়ে ফেলা হবে প্রযুক্তির মাধ্যমে। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে জুড়ে যাচ্ছে দুই প্রান্তিক স্টেশন। পুজোর পর অর্থাৎ ডিসেম্বর মাসেই সম্ভবত এই পরিষেবা একেবারে বাণিজ্যিক ভাবে শুরু হবে।
আর এই কাজের জন্যই আজ শনিবার এবং পরের শনিবার বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা। ইতিমধ্যেই হাওড়া ময়দান, হাওড়া, বিবাদী বাগ এবং এসপ্ল্যানেড স্টেশনে বিশেষ স্বয়ংক্রিয় গেট বসানো হয়েছে। মূলত যাত্রীদের ঢোকা-বেরনোর জন্যে এই গেট। রুট পরিদর্শন করে গেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও।
তবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এখনই মেট্রো ছুটবে না। হাওড়া থেকে সেক্টর ফাইভ যুক্ত করে দেওয়া যায় তাহলে পরবর্তী নজর থাকবে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যর উপর। কাজ মিটে গেলেই সিগন্যালিং-সহ অন্যান্য স্বয়ংক্রিয় প্রযুক্তির দিকে নজর দেবে কর্তৃপক্ষ।