গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তাদের পদযাত্রা

ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্দশার কথা জনসমক্ষে তুলে ধরতে পদযাত্রার আয়োজন করলো গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তারা। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার মালদার ভূতনি এলাকা থেকে শুরু হবে এই পদযাত্রা। এক সপ্তাহ ধরে চলবে মালদা বিভিন্ন এলাকা দিয়ে এই পদযাত্রা। ২১ ফেব্রুয়ারি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর এলাকায় শেষ হবে এই পদযাত্রাটি । পদযাত্রার শুরু এবং শেষ যেখানে হবে সেই দুটি এলাকায় মূলত গঙ্গা ভাঙ্গন কবলিত।
দীর্ঘ কয়েক দশক ধরে ভাঙ্গনে সর্বশ্রান্ত হয়ে রয়েছে কয়েক হাজার পরিবার। তাদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং নানান দাবির বিষয় নিয়েই মূলত এই পদযাত্রার আয়োজন করেছে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির কর্মকর্তারা। এই পদযাত্রায় কয়েক হাজার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষেরা সামিল হবেন বলেও দাবি করেছে ওই সংগঠন।
সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুর্দশার কথা মূলত তুলে ধরা হয়। কিভাবে দিনের পর দিন এবং বছরের পর বছর ভিটেমাটি হারিয়ে ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দুর্দশার মধ্যে রয়েছে সে বিষয়ে সাংবাদিকদের সামনে খোলামেলা আলোচনা করেন ওই সংগঠনের উপস্থিত কর্মকর্তারা।