গঙ্গা ভাঙ্গন ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন, ক্ষতিপুরন, চরের জমি অনলাইন রেকর্ড এবং ভাঙ্গন রোধের বিজ্ঞানসম্মত কার্যকরি ব্যবস্থাগ্রহন সহ বিভিন্ন দাবিতে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির তরফে পদযাএা। বুধবার দুপুর নাগাদ মানিকচকের ভুতনী গঙ্গাধরটোলা এলাকা থেকে পদযাএাটি শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য নিখিল বোস সহ অনান্যরা। জানা গেছে, বিগত বর্ষার মরশুমে মালদার মানিকচকের ভুতনী কালটন টোলা ও কেশবপুর এলাকায়, বীরনগর এবং মুর্শিদাবাদ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন হয়। গঙ্গার গ্রাসে তলিয়ে যায় বসতবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান। এই ভাঙ্গন ক্ষতিগ্রস্থ মানুষদের নিয়ে ভুতনী থেকে পদযাএা শুরু হয়। পায়ে হেঁটে ২১ শে ফেব্রুয়ারি ফারাক্কায় ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছে পদযাএাটি সমাপ্তি হবে বলে জানা গেছে।