গণেশ বন্দনায় কোচবিহারের জাগ্রত সংঘ

কোচবিহারের অন্যতম পুরনো গনেশ পূজা  জাগ্রত সংঘের পূজা। চলতি বছর এক অভিনব কায়দায় এই পূজা উদ্বোধন এবং পরিচালনা করলেন কর্তৃপক্ষ। উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে এই পুজোর উদ্বোধনে তৃতীয় লিঙ্গের স্বত্বাধিকারীরা ছিলেন। মূলত তাদের মাধ্যমে উদ্বোধন হলো জাগ্রত সঙ্গে পুজো। পুজো কমিটির পক্ষে দ্বীপায়ন মণ্ডল বলেন, যেখানে উচ্চ আদালত দ্বিতীয় লিঙ্গের স্বত্বাধিকারীদের সমমর্যাদার নির্দেশ জানিয়েছেন সেখানে বারংবার দেখা যাচ্ছে তাদের যোগ্য মর্যাদা দেওয়া হচ্ছে না। ঠিক সেই কারণেই আমরা তাদের মাধ্যমে পুজোর উদ্বোধন এবং তাদেরকে যোগ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি।
পাশাপাশি এই পুজোকে সামনে রেখে আমরা একাধিক সামাজিক কর্মসূচি যেমন বৃক্ষরোপণ, দুস্থদের বস্ত্র বিতরণ, এবং এলাকায় দরিদ্র সাধারণ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে চলেছি।