নিজেদের কর্মীদের টুপি পড়াচ্ছে বিজেপি!

কংগ্রেসের রাজত্বকালে একসময় নেতা-নেত্রী মাথায় দেখতে পাওয়া যেত গান্ধী টুপি। তবে বর্তমানে এখন সেসব অতীত। বর্ষীয়ান নেতা ছাড়া কাউকেই এখন আর গান্ধী টুপি পরতে দেখা যায় না। তাই এবার সেই সুযোগ কাজে লাগিয়ে বিজেপিতে ফিরে আসছে গেরুয়া রঙের গান্ধী টুপির সংস্কৃতি । সম্প্রতি চার রাজ্যে জয়ের পরে গুজরাত সফরে গিয়ে ওই টুপি পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই দল সিদ্ধান্ত নিয়েছে, দলীয় কর্মীদের একাত্ম করতে প্রথমে সব সাংসদদের, তার পরে রাজ্য স্তরে বিধায়ক ও নেতা-কর্মীদের ওই টুপি পড়ানো হবে। তাই এদিন বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসে দেখা মেলে দলীয় প্রতীক পদ্মের ছবি এবং টুপির সামনে লেখা ইংরেজি বা দেবনগরীতে লেখা রয়েছে বিজেপি কথাটি। এখানেই শেষ নয়! দলীয় সূত্র মারফত জানা গিয়েছে এমনই প্রায় চারশো টুপি আজ সংসদীয় দলের বৈঠকে বিজেপি সাংসদদের বিতরণ করা হবে।

কিন্তু কেন এমন সিধান্ত নিল বিজেপি? সেই উত্তরে বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, আগামী দু’সপ্তাহ দেশ জুড়ে নানা ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে দল। সেই অনুষ্ঠানগুলিতে দলীয় কর্মীদের ওই ধরনের টুপি পরে জনতার কাছে যেতে উৎসাহ দিয়েছে দল। মূলত কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব-বোধ, একাত্মতা বাড়াতেই ওই সিদ্ধান্ত। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন,দলীয় কর্মীদের ব্যবহারের জন্য অঙ্গ-বস্ত্র, পাটা রয়েছে। এ বার পরবর্তী ধাপে টুপি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, বিজেপি সূত্রে খবর, এই টুপি পরার প্রথা প্রথম চালু করে গুজরাতের বিজেপি সংগঠন। তার পরেই সারা দেশের সাংসদ ও নেতা-কর্মীদের জন্য তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, বিজেপি সাংসদেরা যাতে আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কাজ করেন, সে জন্যই এই প্রচেষ্টা।