পিরামল ফাউন্ডেশনের গান্ধী ফেলোশিপ প্রোগ্রাম

পিরামল ফাউন্ডেশনের পক্ষ থেকে ভারতের যুব সম্প্রদায়ের প্রতি দুইবছর মেয়াদি গান্ধী ফেলোশিপের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে। আবেদন জানানোর শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩।

জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ পরিবর্তন ও ডিজিটাইজেশনের ক্ষেত্রে গভীর অভিজ্ঞতালাভ ও তৃণমূল স্তরে কাজে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন (www.gandhifellowship.org)।

পিরামল ফাউন্ডেশনের সিইও আদিত্য নটরাজ জানান, ১০ বছর আগে তারা এই উদ্যোগ শুরু করেছিলেন। সেসময় দেশে এধরণের কোনও ফেলোশিপ প্রোগ্রাম ছিল না। নিয়োগকারীরা গান্ধী ফেলোদের নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে থাকেন, কারণ তারা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে নেতৃত্বদান করতে হয় তা জানেন। দেশের জন্য এইরকম ব্র্যান্ডই তৈরি করতে চায় পিরামল ফাউন্ডেশন।