আই ও সি এলাকায় জুয়ার ঠেকে হানা, গ্রেফতার পাঁচ জুয়ারি

শিলিগুড়ি : নিউ জলপাইগুড়ি আই ও সির সামনে বেশ কিছুদিন ধরে একটি দোকানে বসছিল জুয়ার আসর। এবার ওই ঠেকে পুলিশের হানা। ধরা পড়লো পাঁচ জুয়ারী। পুলিশের চোখে ধুলো দিয়ে আই ও সির সামনে একটি দোকানের ভেতরে প্রতিদিন রাত ৯ টা থেকে রাত দুটো পর্যন্ত চলতো ওই জুয়ার আসর।

গতকাল রাত দশটা নাগাদ ওই জুয়ার ঠেকে হানা দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযানে ধরা পড়ে ৫ জন। ধৃতদের নাম মিন্টু মন্ডল, শ্রীবাস মল্লিক, শমভু মন্ডল, গোবিন্দ বিশ্বাস এবং পবন অধিকারী। ধৃতদের মধ্যে পবন অধিকারী মূল অভিযুক্ত।

পবন অধিকারী ওই জুয়ার ঠেক বসাতো বলেই জানতে পেরেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় সুজিত নামে একজনকে খুঁজছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বুধবার ধৃতদের জলপাইগুড়ি পাঠানো হয়।