জি২০: তৃতীয় ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল আর্কিটেকচার ওয়ার্কিং গ্রুপের সম্মেলন

ভারতের জি-২০ প্রেসিডেন্সির অধীনে, তৃতীয় ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল আর্কিটেকচার ওয়ার্কিং গ্রুপের সম্মেলন ৬ জুন গোয়ায় শুরু হয়েছে। আইএফএডব্লিউজি-র কো-চেয়ার অর্থ মন্ত্রক, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, ফ্রান্স ও কোরিয়া প্রজাতন্ত্র এই সম্মেলনটি পরিচালনা করছে। দু’দিনব্যাপী এই সম্মেলনে স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতিতে সহযোগিতা ও বৈশ্বিক আর্থিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করার মতো বিষয় নিয়ে আলোচনা হয়। জি-২০ সদস্য, আমন্ত্রিত দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রায় ১০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেন। এর আগে ৩০-৩১ জানুয়ারি চণ্ডীগড়ে আইএফএডব্লিউজির প্রথম সম্মেলন এবং ৩০-৩১ মার্চ প্যারিসে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের প্রথমদিনটি  শুরু হয় ‘টুওয়ার্ডস অ্যান অর্ডারলি গ্রিন ট্রানজিশন – ইনভেস্টমেন্ট রিকয়্যারমেন্টস অ্যান্ড ম্যানেজিং রিস্কস টু ক্যাপিটাল ফ্লোজ’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সেমিনারের মাধ্যমে। এই সম্মেলনে তিনটি অধিবেশনের আয়োজন করা হয়।এই সম্মেলনের পাশাপাশি গোটা গোয়াজুড়ে বেশ কিছু ‘জন ভাগীদারি’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এগুলির মধ্যে রয়েছে আর্থিক সাক্ষরতা শিবির ও সচেতনতা প্রচারাভিযান, মুদ্রা মেলা, ওয়াকাথন, পরিচ্ছন্নতা অভিযান ও একটি কুইজ প্রতিযোগিতা।

তৃতীয় আইএফএডব্লিউজি সম্মেলন আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার এগিয়ে নিতে এবং একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জি-২০ এর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে। এর আগে ৩০-৩১ জানুয়ারি চণ্ডীগড়ে আইএফএডব্লিউজির প্রথম সম্মেলন এবং ৩০-৩১ মার্চ প্যারিসে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।