বিশাখাপত্তনমে G20 ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপের সভা

মার্চ থেকে বিশাখাপত্তনমে শুরু হয়েছে G20 ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ (IWG) সভা। বৈঠক চলবে ২৯ মার্চ পর্যন্ত। দুদিনের এই  বৈঠকে ৪০টি দেশের প্রায় ৬৩ জন প্রতিনিধি, আমন্ত্রিত ব্যক্তি এবং আন্তর্জাতিক সংস্থা এই বৈঠকে অংশগ্রহণ করে।

বৈঠকে ভারতীয় প্রেসিডেন্সির অধীনে IWG -র এজেন্ডা বিষয়ক আলোচনা ছাড়াও শহুরে অবকাঠামো বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। G20 ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ (IWG) সভার  প্রথম দিনে মোট ৪টি সেশন অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিনে ৩টি সেশন।

রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত দুই দিনের এই সম্মেলনে সোমবারই G20 দেশ এবং ইউরোপীয় দেশগুলির ৫৭ জন প্রতিনিধি বিশাখাপত্তনমে পৌঁছেছিলেন।