ক্ষোভ শুরু গেরুয়া শিবিরের অন্দরে

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে আগামী ১০ জুলাই বাংলার ৪টি বিধানসভা আসনে উপনির্বাচন। মানিকতলা, বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে ভোট রয়েছে।

সম্প্রতি চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে BJP। প্রথমে বাগদা আসনে যেমন সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে উঠে এসেছিল BJP সাংসদ শান্তনু ঠাকুরের সহধর্মিনী সোমা ঠাকুরের নাম। তা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সুর শোনা যায় দলীয় কর্মীদের একাংশের গলায়।

পদ্ম শিবিরের এক কর্মী বলেন, আমরা বাগদায় বহিরাগত প্রার্থী চাই না। তা সে শান্তনু হোক বা নরেন্দ্র মোদী। বাগদায় দাঁড়াননি সোমা। বরং বিনয় বিশ্বাসকে টিকিট দিয়েছে BJP। কিন্তু তাতেও খুশি নয় দলের একাংশ। প্রার্থীর নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরের অন্দরে ফের ক্ষোভের হাওয়া বইতে শুরু করেছে।