আরও মেয়াদ বৃদ্ধি হল বিধিনিষেধের

করোনার দৈনিক সংক্রমণ কমলেও এখনই বিধিনিষেধ উঠছে না। সংক্রমণ রুখতে রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। করোনা পরিস্থিতিতে গত মে মাস থেকে রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ৷ রাজ্যে তা আরও ১৫দিন মেয়াদ বাড়ল। জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত রাজ্য়ে জারি থাকছে বিধিনিষেধ। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দোকান-বাজার খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা হচ্ছে রেস্তরাঁ, হোটেল, শপিং মল। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব। কর্মরত প্রত্যেকের যেন টিকাকরণ হয়, সে দিকে কড়া নজর রাখা হবে। তবে বাস ও লোকাল ট্রেন চালুর অনুমতি দিল না রাজ্য সরকার। শুধু বিশেষ ট্রেনগুলি আগের মতোই চলবে।

এবার থেকে নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ারে কাজ হবে সমস্ত সরকারি দফতরে৷ তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে৷ এক জন্য নির্দিষ্ট রোস্টার তৈরি করে নেবে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ৷ অফিসই কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করবে৷ ১৬ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে৷ বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। কাজের প্রয়োজনে যাঁরা রোজ বেরচ্ছেন, তাঁদের জন্য ই-পাসের ব্যবস্থা করা হয়েছে নতুন একটি অ্যাপের মাধ্যমে। জানিয়েছেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। 

সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত দোকান-বাজার খোলা থাকবে। ১৬ তারিখ থেকে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা সম্ভব। বিয়ে এবং অন্য়ান্য অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোকের উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি থাকছে। তবে এদিন অবশ্য মাধ্যমিক ও উচ্চমাধ্য়মিকের মূল্য়ায়ন পদ্ধতি নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি মুখ্যমন্ত্রী।