আজ থেকে আরো মহার্ঘ হলো রান্নার গ্যাসের দাম

প্রতিনিয়ত মহার্ঘ হয়ে উঠছে রান্নার গ্যাস। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ মান পরতেই এক ধাক্কায় অনেক খানি বেড়ে গেল কমার্শিয়াল বা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম৷ সিলিন্ডার প্রতি দাম বাড়ল ২৬৬ টাকা। আজ সোমবার ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া দাম। তবে বাড়িতে ব্যবহৃত এনপিজি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। 

১৯ কেজির  বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৭৩৪ টাকা। আজ থেকে ১৯ কেজির সিলিন্ডার কিনতে গেলে গুণতে হবে ২০০০.৫০ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম বাড়ল ২৬৬ টাকা৷  কলকাতায় ১৯ কেজি এলপিজি’র দাম হল ২০৭৩ টাকা৷ মুম্বইতে ১৯ কেজি এলপিজি’র দাম হল ১,৯৫০ টাকা, চেন্নাইয়ে ২,১৩৩ টাকা৷ কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ায় প্রভাব পড়বে রেস্তারাঁগুলির উপর৷ আশঙ্কা, গ্যাসের দাম বাড়ায় বাড়বে হোটেল খরচ৷ গ্যাস থেকে রান্নার তেল, সবজি, সবের দামই আকাশ ছোঁয়া৷ এবার ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ীরা৷ 

গত মাসেই দাম বেড়েছিল ১৪ কেজি এলপিজি’র৷ ৬ অক্টোবর বেড়েছিল মহালয়ার দিনেই দাম বাড়ানো হয়েছিল। গত তিন মাসে এই নিয়ে চারবার দাম বেড়েছে গ্যাসের। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন উভয় ক্ষেত্রেই গ্যাসের দাম বাড়ানো হয়।১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়ানো হয়৷