এবার থেকে ভোটার কার্ড পাওয়া যাবে মাত্র পাঁচ মিনিটে

অনেক সময় এ দেখা গিয়েছে ব্যাগ চুরি বা হারিয়ে যাওয়ায়, ভোটার কার্ড ফিরে পেতে অনেককেই নাস্তানাবুদ হতে হয়। তবে এবার এই মুশকিল আসান হতে চলেছে। এবার থেকে ঘরে বসে মাত্র ৫ মিনিটের মধ্যে ভোটার আইডি পেয়ে যাবেন। আপনারা চাইলে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন ডিজিটাল ভোটার কার্ড।

অনলাইন মাধ্যমে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন ভোটার কার্ড। ফোনের স্টোরেজ ছাড়াও আপনারা ডিজি লকার অ্যাপেও এই ভোটার কার্ড সুরক্ষিত করে রাখতে পারেন। ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের https://eci.gov.in/e-epic/ এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে ডাউনলোড ই-এপিআইসি অপশনে।

আগে থেকে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন। নতুন পেজ ওপেন হলে সেখানে ইউনিক ইপিআইসি নম্বর বসান। তথ্য যাচাই এর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেই ওটিপি এন্টার করে ডাউনলোড করে নিন ডিজিটাল ভোটার কার্ড।