ভারতের নয়া জাতীয় শিক্ষা নীতির মূল লক্ষ্য ছিল পড়াশোনার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব বাড়ানো। সেই মতো এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বৃহস্পতিবার জানান, শীঘ্রই দেশের ১৪টি ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানীয় ভাষায় পঠনপাঠন শুরু করা হবে। প্রাথমিকভাবে পাঁচটি আঞ্চলিক ভাষায় পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। এই ভাষাগুলি হল বাংলা, হিন্দি, তামিল, তেলুগু এবং মারাঠি।
এর আগেও বিভিন্ন সময়ে কেন্দ্রের নয়া শিক্ষা নীতির পক্ষে সওয়াল করার সময়ে মাতৃভাষায় উচ্চশিক্ষা লাভের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার আরও একবার সেই প্রসঙ্গ তুলে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষা নীতি প্রণয়নের প্রথম বর্ষপূর্তি ছিল। সেই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পাশাপাশি, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
নয়া শিক্ষা নীতির সাফল্যের জন্য দেশের সমস্ত শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই নীতির বর্ষপূর্তিতে মোদী বলেন, ‘দেশের যুব সম্প্রদায়কে শক্তিশালী করার ক্ষেত্রে এবং দৃঢ় দেশ গঠনের জন্য জাতীয় শিক্ষা নীতির রূপায়ন একটা বড় পদক্ষেপ ছিল। গত এক বছর ধরে দেশের সমস্ত শিক্ষক, অধ্যাপক, অধ্যক্ষরা লাগাতার চেষ্টা করেছেন বলেই জাতীয় শিক্ষা নীতিকে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে।’