মহাকুম্ভ উপলক্ষে চালু স্পেশাল ট্রেনে ছোড়া হল পাথর। হামলায় ফাটল দেখা দিল এসি কামরার জানলার কাচে। রিপোর্ট অনুযায়ী, সুরাট থেকে প্রয়াগরাজগামী তপতি গঙ্গা এক্সেপ্রেসে এই হামলার ঘটনা ঘটেছে। ট্রেনের B6 কোচের কাচে এই হামলা চলে। জানা গিয়েছে, এই পাথর ছোড়ার ঘটনা ঘটে মহারাষ্ট্রের জলগাঁওতে। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আক্রান্ত ট্রেনের এক যাত্রী সেই ভিডিয়ো করেন। সেই হামলার সময় B6 কোচের যে আসনের সামনের কাচে পাথর ছোড়া হয়, সেই আসনের যাত্রী আরও ১২ জনের সঙ্গে যাত্রা করছিলেন। শিশু, মহিলা সহ পুণ্যার্থীরা এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন।
এদিকে ভাইরাল ভিডিয়োতে রাজেন্দ্র গুপ্তা নামক যাত্রীকে বলতে শোনা যায়, ‘আজ আমরা সুরাটা উধনা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হলাম। আজ ১২ জানুয়ারি। সব যাত্রী আমাদের সঙ্গে আছে। জলগাঁও থেকে অন্তত ৩ কিমি পরে আমাদের ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছে কিছু অসামাজিক ব্যক্তি। রেলমন্ত্রীকে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করছি।’ এদিকে দাবি করা হয়েছে, এই ট্রেনের প্রায় আর্ধেক যাত্রী প্রয়াগরাজে মহাকুম্ভে অংশ নিতে যাচ্ছেন। আজ, ১৩ জানুয়ারি সকালে প্রয়াগরাজে পৌঁছেছে ট্রেনটি। ভিডিয়োয় দেখা গিয়েছে, গোটা জানালার কাচে ফাটল ধরেছে।
সেখানে যত্রীরা আতঙ্কিত হয়ে বসে আছেন। তবে এই পাথর ছোড়ার ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে মধ্যরেল। পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে মধ্যরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা বলেন, ‘সুরাট উধনা থেকে আসা এই ট্রেনে একটি পাথর ছোঁড়া হয় জলগাঁওয়ের কাছে। এ ক্ষেত্রে রেলওয়ে প্রোটেকশন ফোর্স তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং ট্রেনে আরপিএফের চারটি দল মোতায়েন করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগও দায়ের করা হয়েছে।’ এই ঘটনায় দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে রেল পুলিশ।