এসে গিয়েছে কার্তিকের ‘ফ্রেডি’-র টিজার, কবে মুক্তি পাচ্ছে ছবিটি?

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান! বহুদিন ধরেই অনুগামীরা অপেক্ষা করছেন ‘ফ্রেডি’ সিনেমার টিজারের জন্য। ভক্তদের উদ্বেগ কাটিয়ে আজ মঙ্গলবার মুক্তি পেয়েছে এই সিনেমার টিজারটি। তবে আগেই প্রকাশ্যে এসেছিল ফ্রেডি সিনেমার পোস্টারও। যা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন অনুগামীরা। যদিও ভক্তরা আগেই জেনেছিলেন এই সিনেমায় অভিনয় করবেন বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। তবে অভিনেতার লুক কিন্তু আগেই প্রকাশ্যে আসেনি। অভিনেতা কার্তিকের পোস্টার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। এবার সকলের সামনে এল সেই বহুপ্রতীক্ষিত লুক। যা দেখে প্রায় উন্মাদনার শেষ নেই অনুগামীদের।

এই ফ্রেডি সিনেমাটি একটি রোম্যান্টিক থ্রিলারধর্মী ছবি। সিনেমাটি ২ ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাবে। এই সিনেমায় দাঁতের ডাক্তার হিসাবে দেখা মিলবে কার্তিক আরিয়ানের। তার চরিত্রের নাম ‘ফ্রেডি’। টিজারে দেখা যাচ্ছে, ফ্রেডির এক কষ্টের অতীত আছে। কাইনাজ নামের এক তরুণী দীর্ঘদিন ধরে স্বামীর অত্যাচার সহ্য করে আসছিলেন। তিনি আর সেই কষ্ট সহ্য করতে পারছিলেন না। এমত অবস্থায় তার সঙ্গে আলাপ হয় ফ্রেডির। তারই প্রেমে পরে যান তরুণীটি। কার্তিক আরিয়ান চান সেই ত্রুনীটিকে বিয়ে করতে। আর তার জন্যই অভিনেতা এক অস্বাভাবিক উপায় খুঁজে বের করেন। তবে কী সেই উপায়, তার সঙ্গে কী ত্রুনীর বিয়ে হবে – তা জানতে হলে আপনাকে দেখতে হবে সিনেমাটি।

যে টিজারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে সেটি ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার। সেখানে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ানকে প্রথমে একটি টেবিলে বসে খেলনার মতো একটি বিমান আঁকতে। সেই সঙ্গে দেখা যায় একজন রোগীর দাঁত দেখছেন অভিনেতা এবং তার চিকিৎসা করেন। একটি দৃশ্যে, তিনি হঠাৎ বনের মধ্যে নাচতে শুরু করেন এবং কখনও কখনও হাসতে শুরু করেন। শেষ পর্যন্ত তাকে একজন মানুষের লাশ টানতে দেখা যায়। টিজার দেখেই অনুমান করা যায় যে এতে প্রচুর থ্রিল দেখা যাবে।

টুইটারে টিজারটি শেয়ার করে কার্তিক আরিয়ান ক্যাপশনে লিখেছেন, ‘ফ্রেডির জগতে স্বাগতম। ২ ডিসেম্বর ২০২২ থেকে অ্যাপয়েন্টমেন্ট খোলা হবে। ছবিটি ২ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে। এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে আলাইয়া ফার্নিচারওয়ালাকে। ফ্রেডি ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ এবং প্রযোজনা করেছেন একতা কাপুর। সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।