জেইই মেইন ফলাফল ২০২৫: শিলিগুড়িতে ফিজিক্সওয়ালার ৪ জন ছাত্রের অসাধারণ সাফল্য

সম্প্রতি ঘোষিত জেইই মেইন সেশন ১-এর (JEE Main Session 1) ২০২৫ সালের ফলাফলে ফিজিক্সওয়ালার (PW) শিলিগুড়ির চারজন ছাত্র ৯৯ শতাংশের বেশি স্কোর করেছেন।

শিলিগুড়ির শীর্ষ স্কোরারদের মধ্যে আছেন অঞ্জলি প্রসাদ (৯৯.৫০), রোনিত বোথরা (৯৯.৪৯), এবং দেব আগরওয়াল (৯৯.১১)। গুজরাটের শিবেন বিকাশ তোশনিওয়াল ১০০ শতাংশ স্কোর অর্জন করেছেন, অন্যদিকে রাজ্য শীর্ষ স্থানাধিকারীদের মধ্যে রয়েছেন মিজোরামের ইশান্ত ভার্মা (৯৯.৫৭), অরুণাচল প্রদেশের প্রণয় কুমার রায় (৯৯.৩৮), এবং জম্মু ও কাশ্মীরের কামরান বিলাল ভাট (৯৯.৮৯)।

ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা ও সিইও অলখ পান্ডে সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে আসন্ন সেশন ২ পরীক্ষার জন্য একইরকম ফলাফলের গুরুত্ব তুলে ধরেছেন। পিডব্লিউ (PW) আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে মঞ্জিল ২.০ রিভিশন সিরিজের মতো রিভিশন মেটেরিয়াল সরবরাহ করে যাচ্ছে।