শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার হরিমন্দির সংলগ্ন একটি ধর্মকাটার সামনে। তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা সকলেই মালবাজারের বাসিন্দা। জানা গিয়েছে ধূপগুড়ির একটি অনুষ্ঠান বাড়ি থেকে ছোটো গাড়িতে করে চারজন মালবাজার ফিরছিলেন।
সেই সময় গয়েরকাটার দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সাথে ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ছোটো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এদিকে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন গুরুতর আহত হয়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে এবং ধূপগুড়ি থানায়।
ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌছে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করে।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে হাজির হয় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করেছে পুলিশ। আহতরা সকলে মালবাজারের একটি বেসরকারি স্কুলে কর্মরত বলে জানা গিয়েছে।